বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে শহেরর পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি।
বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি কানু গোপাল মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি মহি উদ্দীন, শিক্ষক নেতা আব্দুল মমিন, রেজাউল করিম, রেজাউল ইসলাম, উত্তম কুমার বিশ্বাস, কৃপা সিন্ধু, শাহানাজ পারভীন মুন্নী, সালেহা খাতুন, ফরিদা বেগম, আলী আকবর, আবু বকর সিদ্দিক, আব্দুস ছাত্তার, গোলাম কিবরিয়া।
এসময় বক্তারা, বার্ষিক ৫% হারে বেতন বৃদ্ধি, বৈশাখী, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য এবং ২০১৫ সালের অনুদান সহায়তা প্রজ্ঞাপন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদান করেন বক্তারা।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৬/হিমেল