ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে একই দিকে যাওয়া দ্রুত গতির একটি পিকআপ ভ্যান পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানে থাকা ২ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও এক যাত্রী।
নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর গ্রামের নুর হোসেনের ছেলে রবিন ও একই উপজেলার গনিপুর গ্রামের আবুল হাসেমের ছেলে ফিরোজ মিয়া। তারা বুড়িচংয়ের নিমসার বাজারে সবজি নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৬/হিমেল