লাইসেন্সবিহীন সিএনজি চালিত অটোরিক্সা, মাদকাসক্ত অজ্ঞ চালক, রাস্তার বেহাল অবস্থা ও রাস্তায় সড়ক ও জনপদ বিভাগের সিগনাল না মানায় মৌলভীবাজার-কুলাউড়া রোডে মাত্রা অতিরিক্তহারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। চলতি মাসে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ওই রোডে প্রাণ গেল ৪ যাত্রীর। আহত হয়েছেন শতাধিক।
অতিমাত্রায় দুর্ঘটনা বৃদ্ধির কারণে ওই রোডে যাত্রায়াতকারী ৫ উপজেলার লোক রয়েছেন অাতংকে। জেলা সদরের সাথে বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও রাজনগরের একমাত্র যোগাযোগের মাধ্যম ওই রাস্তা। ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর সেতু মেরামতের জন্য গত ৯ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ঢাকা-সিলেটের সকল গাড়ি ওই ব্রিজ দিয়ে চলাবল বন্ধ থাকায় সিলেটে-সুনামগঞ্জের সাথে সারা দেশের যোগাগের জন্য বিকল্প রাস্তা হিসেবে ফেঞ্চুগঞ্জ-রাজনগর ও মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করা। ফলে ওই রাস্তা দিয়ে পাথরবোঝাই ভারী যান চলাচলের কারণে রাস্তার অনেক জায়গায় উঁচু-নিচু ঢেউয়ের মতো ও বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীরা ওই গর্তে বিপদ চিহ্ন হিসেবে লাল প্লেগ বাঁশ দিয়ে বেঁধে রেখেছেন। ঝুঁকি নিয়ে বড়লেখা, জুড়ী, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ ও সিলেটের গাড়ি প্রতিদিন চলাচল করছে। প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা।
ওই রাস্তায় চলতি মাসের ২০ নভেম্বর মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় আলতা মিয়া নিহত হন, ১ নভেম্বর মহলাল এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন ও ২৭ অক্টোবর রাজনগর ও মৌলভীবাজার পৃথক ২ স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। এছাড়াও গত ২৪ নভেম্বর রাতে গোবিন্ধবাটি এলাকায় রাজনগর ডিএস ফাযিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রকিব দুর্ঘটনায় গুরুত্বর আহত হন।
স্থানীয়রা মনে করেন, রাস্তার বেহাল দশার পাশাপাশি প্রশিক্ষণ বাহিনী, নেশাগ্রস্ত ও অসচেতন চালকদের কারণে ওই সমস্থ দুর্ঘটনা হচ্ছে। ট্রাফিক পুলিশ বিভিন্ন সময় চালকদের কাজগ পত্র দেখার জন্য আটকিয়ে বৈধ কাগজ না পেয়েও বামহাতের লেনদেনে আবার রাস্তায় ছেড়ে দিচ্ছে তাদের।
এ বিষয়ে মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, টেন্ডার হয়েছে আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ