বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রসেসিং আরও সহজ করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। খুব শীঘ্রই ই-টোকেন পদ্ধতি পুরো বাতিল করে দেওয়া হচ্ছে বলে জানালেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
রবিববার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলার চেয়ারম্যানদের সাথে দুই কোটি ত্রিশ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের চুক্তি গ্রহণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
এসময় ভারতীয় হাইকমিশনার বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশের সরকারের দেওয়া গাইড লাইন অনুযায়ী আমরা কাজ করছি। এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হলে খুলনা-রামপাল এলাকার মানুষের জীবনমান উন্নয়নের ভূমিকার কথাও তুলে ধরেন হাইকমিশনার।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং সহজতর হচ্ছে। বড় ও ছোট ব্যবসায়ীসহ তাদের পরিবারের সদস্যরাও যে কোন সময় এপয়নমেন্ট ছাড়াই ভিসা সংগ্রহ করতে পারবেন। আমরা চেষ্টা করছি, খুব শীঘ্রই ভারতীয় ভিসা প্রসেসিং আরও সহজ হয়ে যাবে।’
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ