বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মাথায় আঘাত পাওয়ার দুইদিন মোতালেব হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।
মোতালেব হাওলাদার কমলাপুর গ্রামের আলতাফ হোসেন হাওলাদেরর ছেলে। এ ঘটনায় অাজ সিরাপ মৃধা নামে এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার এসআই নজরুল ইসলাম জানান, মোতালেব হাওলাদারের সাথে প্রতিবেশি সিরাপ মৃধার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার সিরাপ মৃধার সাথে মোতালেবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিরাপ মৃধা, তার ভাই মোকলেস মৃধা, আ. রহিম মৃধা ও ইউনুস মৃধা একত্রিত হয়ে মোতালেব হওলাদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মোতালেব মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে বিশ্রামে ছিলেন তিনি। এ অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাবুল হাওলাদার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন এসআই নজরুল।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ