সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা লেগে অজ্ঞাত (৩০) এক পিকআপ ভ্যান চালক মারা গেছেন। এঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিনচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি জানান, মুরগীর খাবারবোঝাই পিকআপ ভ্যানটি সিরাজগঞ্জ থেকে নাটোর যাচ্ছিল। হরিনচড়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ মুচড়ে-দুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মারা যায়। গুরুত্বর আহত পিকআপের হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ও দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ