দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মো. সুজন (২৫) নামের এক মাইক্রোবাস চালক একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহত মাইক্রোবাস চালক সুজন পঞ্চগড় সদর উপজেলার পৌর খালপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। আহত ৬ জন একই পরিবারের সদস্য এবং এদের বাড়ী পঞ্চগড় সদর উপজেলায়।
রবিবার দুপুর ২টায় কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলের এগার মাইল কান্তা ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার এসআই মো. এরশাদ আলী জানান, রবিবার দুপুরে দিনাজপুর হতে ঠাকুরগাঁওগামী একটি ট্রাক উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এগার মাইল কান্তা ফার্ম সংলগ্ন এলাকায় পৌঁছলে পঞ্চগড় জেলার বোদা হতে দিনাজপুরগামী একটি মাইক্রোবাসে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালকসহ ৭ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সুজন মারা যান।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব