আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লায় ৩টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩১ জন। রবিবার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদে ২ জন এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মো. আবু তাহের এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে ১, ৪ ও ৫নং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১ জন করে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এস আহমেদ