পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কের পুরাতন কাপুড়িয়া পট্টিতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুরোপুরি ও দুইটি বসতঘর আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে একটি খাবার হোটেল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে পিরোজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রফিকুল ইসলাম রাজু জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে হারুন অর রশিদের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পিরোজপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে প্লাস্টিক ফার্নিচার, কসমেটিকস, স্টেশনারি, লন্ড্রি ও চায়ের দোকান রয়েছে।
অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
বিডি প্রতিদিন/ ২৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১০