বাগেরহাট শহরতলীতে পন্যবাহী ট্রাকের ধ্ক্কায় তরিকুল ইসলাম (১৬) নামের এক কিশোর বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে বাগেহাট- খুলনা মহাসড়কের সদর উপজেলার মেগনিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান এতথ্য নিশ্চিত করে জানান, হযরত খানজাহান (র.) মাজার থেকে কিশোর তরিকুল সাইকেলে চড়ে রাতে শহরের সোনাতলা এলাকায় নিজ ফিরছিল। মেগনিতলা এলাকায় পৌঁছলে খুলনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক সাইকেলটিকে পেছন দিকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে তরিকুল মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ