বগুড়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সোয়েব (১০) নামের স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বগুড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সোয়েব বগুড়া সদরের সাবগ্রাম চানপাড়া গ্রামের সবুজের পুত্র। সে শহরের ড. নূর ওয়াল্ড স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বগুড়া ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাবের হোসেন জানান, সবুজ মোটরসাইকেল নিয়ে তার পুত্র সোয়েবকে স্কুলে দিতে যাচ্ছিলেন। এসময় রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ নামের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোয়েব মারা যায়। এ সময় মোটরসাইকেলের পেট্রল থেকে বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। পুলিশ গাড়িটি আটক করেছে।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ