“লাশ নয়, বাপ দাদার সম্পত্তি ফেরত চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী ও বাঙালিদের ওপর হামলা নির্যাতন, হয়রানি বন্ধসহ ন্যায্য বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় আদিবাস পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করা হয়। এসময় জাতীয় আদিবাসি পরিষদ জেলা শাখার সভাপতি সূর্য মুর্মূ ও উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান চৌধুরীসহ বক্তারা আদিবাসিদের সম্পতি ফেরতসহ মামলা তুলে নেয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এর আগে কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ