ফরিদপুরে দুর্যোগে জরুরি অবস্থা মোকাবেলায় মানবিক সাড়া প্রদানে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
এম এ জলিলের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষ ও আইসিটি মো. এরাদুল হক, প্রফেসর মো. শাহজাহান, এফডিএ পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ’র পরিচারক আনম ফজলুল হাদী সাব্বির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতানা আক্তার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা আলমগীর ফকির, আভা’র পরিচালক সুরেশ চন্দ্র হালদার, এসডিসি’র পরিচালক কাজী আশরাফুল হাসান, ব্র্যাকের জেলা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পিডাব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান, পথকলি সংস্থার বেলায়েত হোসেন প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি (একেকে)’র আয়োজনে এবং খ্রিস্টিয়ান এইডের সহযোগিতায় এ কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ