বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক সংস্কারসহ মুস্তফি-মহেন্দ্রনগর আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে লালমনিরহাটে আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ফলে লালমনিরহাটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। আজ সকাল থেকেই লালমনিরহাট শহরের মিশনমোড় চত্তরসহ পাঁচ উপজেলায় মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় তারা অবিলম্বে জাতীয় এ মহাসড়কটি সংস্কারের দাবি জানিয়ে অভিযোগ করেন, এ সড়কটি জাতীয় মহাসড়কে ঘোষণা করা হলেও সড়কটি সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে এটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আসহাবুল হাবিব লাভলু জানান, সাত দিনের মধ্যে ছিন্নভিন্ন মহাসড়ক সংস্কার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার