নাটোরের সিংড়া থেকে জোড়া খুনের আসামি ইয়সিন ও তার ভাই ইউনুসকে দুটি বিদেশী পিস্তলসহ গ্রফতার করেছে র্যাব-৫।
রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর সোমবার বেলা ১২টার দিকে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পে প্রেস বিফ্রিং এর মাধ্যেমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্প ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আটককৃত ইউনুস ও তার ভাই ইয়াসিন সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন মোজা ও তার ভাইকে কুপিয়ে হত্যার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গত রাতে সিংড়া উপজেলার জামতলী বাজার থেকে দুইটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ গ্রেফতার করে র্যাব-৫ এর একটি দল।
উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বরবাড়ী গ্রামে সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন মোজা ও তার ভাই মহসিন ও হাসানের বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/মাহবুব