উত্তরবঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপের হুক খোলার আদেশ স্থগিত, পুলিশের চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে মালিক ও শ্রমিক সংগঠন। এর মধ্যে দাবি পূরন না হলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য ট্রাকে মালামাল পরিবহন, লোড, আনলোডসহ গাড়ী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি সামছুর রহমান মানিকের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, জয়পুরহাট জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল বারি প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার