মিয়ানমারে মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়ে মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়রে পাশে আজ সকালে মানবন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিবচরের পাঁচ্চর এলাকার সোনারবাংলা প্লাজা সংলগ্ন স্থানে বিশাল এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন স্থানীয় আলেম-উলামাগণ। সমাবেশে উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, পাঁচ্চর স্টান্ড জামে মসজিদের খতিব মুফতি মো. হাবিবুল্লাহ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মোহতামিম মাওলানা মুফতী নেয়ামাতুল্লাহ আল ফরিদী, সামসুল উলুম কওমী মাদ্রাসার মাওলানা মো. আকরাম হোসাইন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার