১৯৭১ এ মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগ এনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তিন জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত -১ এ একটি মামলা করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হচ্ছেন হযরত আলী (৭০), তার সৎভাই আব্দুর রহমান (৬০) ও হামিদুর রহমান (৬০)। তারা সকলেই কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বাসিন্দা।
৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. লেহাজ উদ্দিন বাদী হয়ে ২৭ তারিখে মামলাটি করেন।
মামলার আইনজীবী নেত্রকোনা বার কাউন্সিলের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ জানান, ১৯৭১ সনে পাকবাহিনীর দোসর হিসেবে তিনজনই কাজ করতেন। এসব কাজে বাদীর পিতা মৃত আব্দুল মোতালেব বাধা প্রদান করেছিলেন। এরই জেরে আসামীরা ১৯৭১ সালের ২৭ নভেম্বর বাদীর পিতাকে পথ আটকে হত্যা করে। আসামীদের বিরুদ্ধে ভূমি দখল লুটতরাজের অভিযোগও আছে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা/১৯