নিখোঁজের দুই দিন পর সোমবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা থেকে ইউসুফ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালী গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। তিনি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বলাইবুনিয়া গ্রামের নদীর পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল ৮টার দিকে ঝোপের মধ্যে ইউসুফের হাত বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ