বরিশালের বানারীপাড়া উপজেলার রাজ্জাকপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই গ্রামের বাসিন্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ-আল মামুন মল্লিকের ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারি ভেঙ্গে ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
আবদুল্লাহ-আল মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান, ডাকাতি নয়, মামুন মল্লিকের ঘরের গ্রিল কেটে চুরি হয়েছে। দুর্বৃত্তরা আলমারি ভেঙ্গে ৮ ভরি স্বর্ণালংকার নিয়েছে বলে ওই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ