মাদারীপুরের শিবচরে চরমপন্থিদের হাতে নিহত হাবি হত্যা মামলার অন্যতম আসামি সাইদুল মোল্লাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। জানা যায়, ২০১৪ সালে চরমপন্থিরা শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের গ্রাম পুলিশ হাবিবুর রহমান হাবিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করে। একাধিক বার মামলা তুলে নিতে হুমকি দিয়েছিল আসামি পক্ষ।
আজ এই মামলার অন্যতম আসামি সাইদুল ইসলাম মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে আসলে বিচার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেয়। সাইদুল শিবচর উপজেলার সরদার মাহমুদের চর গ্রামের পাশান মোল্লার ছেলে।
বাদী পক্ষের আইনজীবি সাইফুল ইসলাম জানান, আসামি জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার