লক্ষ্মীপুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সদর পৌর এলাকাকে সিসিটিভি (ক্লোজ সার্কিট টেলিভিশন) ক্যামেরা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যেগে পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় ইতোমধ্যে জেলা শহরের ১৪ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২২ টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে।
আজ সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শাজাহান কামাল।
পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মোর্শেদুল ইসলাম, পৌর মেয়র আবু তাহের, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পর্যায়ক্রমে পুরো জেলা শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। এতে করে আইন-শৃঙ্খলার উন্নতিসহ নাশকতা রোধ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ