মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান রানার জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এমপি রানা বর্তমানে কারাগারে রয়েছেন।
আমানুর রহমান রানার পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার, এসএম মুবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মুহম্মদ বশিরউল্লাহ।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ