সিমেন্ট ভর্তি ট্রাকসহ ড্রাইভার ও হেলপার নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ নীরব থাকার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে পরিবহণ শ্রমিকরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশপথ শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে মহাসড়কের উপর এলোপাথারী যানবাহণ রেখে যান চলাচল বন্ধ রাখে।
জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান জানান, গত ২৩ নভেম্বর বুধবার রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে টাঙ্গাইলের মির্জাপুরে সিমেন্ট বোঝাই একটি ট্রাকসহ চাঁপাইনবাবগঞ্জের ড্রাইভার সাইফুল ইসলাম ও হেলপার অহিদুল নিখোঁজ হয়। ঘটনাটি জানতে পেরে পরিবহণ শ্রমিকরা টাঙ্গাইলের মির্জাপুর থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করেনি। পরের দিন বৃহস্পতিবার রাতে জিডি গ্রহণ করলেও পুলিশ নিখোঁজ ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করতে পারেনি। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সাময়িক ভাবে মহাসড়ক অবরোধ করে রেখেছে। এদিকে মহাসড়কের উপর অবরোধ শুরু করার কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ থাকে।
ট্রাফিক ইন্সপেক্টর খলিলুর রহমান জানান, প্রশাসনের সাথে আলোচনার পর আগামী দুই দিনের মধ্যে নিখোঁজ ট্রাকসহ ড্রাইভার ও হেলপারের সন্ধান দিতে পুলিশ ব্যর্থ হলে আবারও অবরোধ শুরু করা হবে, এই শর্তে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/21