বরিশালের উজিরপুরে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বখাটে মাদকসেবী সজীব হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সোমবার এই দণ্ডাদেশ দেন।
দণ্ড ঘোষণার পর পরই সজীবকে বরিশাল কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার।
ওসি জানান, বখাটে সজীব দীর্ঘদিন ধরে উজিরপুর বিএন খান ডিগ্রি কলেজের ১ম বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। সজীবের ভয়ে ওই ছাত্রী কলেজে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। এ ঘটনায় ছাত্রীর মা তানজিলা বেগম সোমবার উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ