লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নার্গিস আক্তার নামের এক স্কুলছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। এসময় তার ডান হাত ও পিটের বেশ কিছু অংশ পুড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিজ শ্রেণিকক্ষে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে এই ঘটনা ঘটে। আহত নার্গিস সদর উপজেলা বাঙ্গাখাঁ উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও একই উপজেলা আঠিয়াতলী গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, আহত নার্গিসের ডান হাত সম্পূর্ণ পুড়ে গেছে। পিটের অনেকটা অংশ পুড়ে ফুসফুসে লেগে যায়। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ