টাঙ্গাইলের নাগরপুরে ৩ মাস বয়সী শিশু সুমাইয়াকে ডোবায় ফেলে হত্যার দায়ে বাবা সোহেল রানাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানা উপজেলার আগদিঘুলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার সাব-ইন্সপেক্টর সজল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকা থেকে শিশু হত্যা মামলার আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তাকে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর উপজেলার আগদিঘুলিয়া গ্রামে বাবা তার শিশুকন্যা সুমাইয়াকে বাড়ির উত্তর পাশে ডোবায় ফেলে হত্যা করে। পরে নিহত শিশুর মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে স্বামী সোহেল রানার (২৬) বিরুদ্ধে ৩০২ ধারায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ