বিএনপি’র গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড কমিটি করবে ইউনিয়ন, ইউনিয়ন কমিটি করবে উপজেলা আর উপজেলা কমিটি গঠন করবে জেলা কমিটি। কিন্তু বাকেরগঞ্জ উপজেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও জেলা কমিটিকে জানানো হয়নি। তাই সম্মেলন নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় বহন করতে হবে বারেকগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান এবং কেন্দ্রীয় কমিটির। আজ দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ওয়ার্ড ও ইউনিয়নে পকেট কমিটি গঠনের অভিযোগ করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খলিলুর রহমান উপজেলা সম্মেলন বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল হোসেন খান স্বেচ্ছাচারি এবং অগণতান্ত্রিকভাবে দল পরিচালনা করছেন। দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে পকেট আহ্বায়ক কমিটি গঠন করেন। তিনি উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোক নিয়ে কমিটি গঠনের অভিযোগ করেন। ওই কমিটির সদস্যদের নিয়ে উপজেলা সম্মেলন করতে চাচ্ছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ আশা করেন তারা।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, যারা সংবাদ সম্মেলন করছেন, তারা তার বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সংগঠন বিরোধী কর্মকান্ড চালাচ্ছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আওয়ামী লীগ নয়, দলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে ওয়ার্ড ও ইউনিয় কমিটি করা হয়েছে। জেলা কমিটি না জানলে সেটা তার কিছু করার নেই। কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়েছে। তার সঙ্গেও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ রয়েছে।
বিএনপি কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, জেলার সঙ্গে সমন্বয় করে উপজেলা সম্মেলন করার কথা। সাংগঠনিক যে নিয়মের মধ্যে উপজেলা সম্মেলন করার কথা সেটা করা হয়নি। বাকেরগঞ্জ থেকে আবুল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিল বিএনপির একটি অংশ। পরে আবুল হোসেনের কাছে জবাব চাওয়া হয়েছিল। তিনি ওই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন। তবে বাকেরগঞ্জে আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্র। সেটা নিয়ে কারো প্রশ্ন তোলা সঠিক হবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার