কুষ্টিয়ার নওদা গোপালপুর এলাকায় আজ সকালে ট্রাকের ধাক্কায় ইফতেকার উদ্দিন (৩০) নামে মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার তালবাড়ীয়া গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে।
তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল হক জানান, কুষ্টিয়াগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় ইফতেকারকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার