বরিশালে নানা আয়োজনে অশ্বিনী কুমার দত্ত্বের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় অশ্বিনী কুমার দত্ত্বের বসতবাড়িতে (বর্তমান সরকারি বরিশাল কলেজ প্রাঙ্গণ) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অশ্বিনী কুমার সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক বিমল ভট্টাচার্য।
সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাসবিদ ড. সিরাজ উদ্দিন আহমেদ, কবি তপঙ্কর চক্রবর্তী প্রমুখ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অশ্বিনী কুমার দত্ত্ব বরিশালের দানবীর এবং শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। নগরীর বর্তমান বরিশাল কলেজ তার বসতবাড়িতে প্রতিষ্ঠিত হয়। রবিশালের বিখ্যাত বিএম কলেজ ও বিএম স্কুলের তিনিই জমি দান করেছিলেন। নগরীর সাংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার হলেরও উদ্যোক্তাও তিনি।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা