কিশোরগঞ্জের বাজিতপুরে মাহমুদা আক্তার নামে এক কলেজ ছাত্রীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি থেকে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন হিলচিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আলম শাহ, ব্যবসায়ী সাদেকুর রহমান, মাহবুবুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বাজিতপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী মাহমুদা আক্তারকে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী হিলচিয়া বাজারের পাশে পাকা সেতুর ওপর শাবল ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার