গাজীপুর জেলার চক্রবর্তী এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত বাসযাত্রী আব্দুল ওয়ারেস জানান, ইয়ন গ্রুপের কর্মীরা দুই দিনের ট্যুর ও কনফারেন্স শেষে বাসে করে কক্সবাজার থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে আহত হন বাসের ১৫ যাত্রী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ