নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বাংলাদেশে এখন ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। মেয়েরা অনেক ভাল করছে। আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) সরাফত উল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, আলী হোসেন আলা, শ্রমিকলীগ নেতা আব্দুস সামাদ বেপারী, তাঁতী লীগ নেতা সেলিম মজুমদার ও শিক্ষানুরাগী সাব্বির আহমেদ প্রধান প্রমুখ। এসময় সংসদ শামীম ওসমান ছাত্র-ছাত্রীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ার প্রতিযোগিতা না করে ছাত্র-ছাত্রীদের মানুষের মত মানুষ হওয়ার পরার্শ দেন। তিনি বলেন, যে সন্তান মা-বাবার কথা শুনে, তাকে কেউ আটকাতে পারবে না। মা-বাবা ও মুরব্বীদের দোয়া নিয়ে সামনে অগ্রসর হওয়া সম্ভব।
বিডি প্রতিদিন/এ মজুমদার