কক্সবাজারের টেকনাফে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফস্থ হোয়াইক্যং বিওপির সুবেদার মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্ব মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল হোয়াইক্যং লম্বাবিল এলাকায় উৎপেতে থাকেন।
এসময় কয়েকজন লোক ব্যাগ নিয়ে টহল দলের কাছে আসলে চ্যালেঞ্চ করে। আকস্মিক বিজিবির উপস্থিতি দেখে ইয়াবা পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে টহল দল ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাসমূহ ব্যাটালিয়ান সদর দপ্তরে রাখা হয়েছে। যা যথা সময়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার