নোয়াখালী জেলা থেকে প্রকাশিত দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক কাজী মো. রফিক উল্যাহ বুধবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাইজদী প্রাইম হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি------- রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ দত্তক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
একলাশপুর গবুয়ায় দুপুর দেড়টায় প্রথম জানাজা এবং মাইজদী শহীদ ভূলু স্টেডিয়ামে আড়াইটায় ২য় জানাজা শেষে মাইজদী পুলিশ ট্রেনিং সেন্টারের পাশে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযায় জেলা-উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ