চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রাম থেকে বোমাসহ দু’যুবককে আটক করেছে গ্রামবাসী। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আটক যুবকরা হলো, রাজবাড়ীর পাংশা উপজেলার উদয়পুর গ্রামের আমিন সরদারের ছেলে শাহিন আলী ও কুষ্টিয়ার খোকশা উপজেলার বেতবাড়ীয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে জুবায়ের হোসেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ঘোষবিলার হারেজ মন্ডলের ছেলে কৃষক আবদুল মান্নান বাড়ির নিকটবর্তী পানবরজে যাওয়ার পথে অপরিচিত দু’যুবককে দেখে চিৎকার করেন। চিৎকার শুনে গ্রামবাসী দু’যুবককে আটক করে। তাদের কাছে বোমা থাকায় তাদেরকে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে স্থানীয় জামজামি ক্যাম্প ইনচার্জ এসআই বাবুল সঙ্গীয় ফোর্সসহ সেখান থেকে গণধোলাইয়ের শিকার দু’যুবককে আটক করেন। পরে তাদেরকে আলমডাঙ্গায় থানায় সোপর্দ করা হয়।
ওসি আরো জানান, আটক দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কোনো নাশকতা করার জন্য ঘোষবিলায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার