পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩ জন দরিদ্র এবং মেধাবী নারী শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল। ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৬ জন ক্ষুদে শিক্ষার্থী পেয়েছে স্কুল ব্যাগ। বৃহস্পতিবার বিকেলে শালবাহান ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাইসাইকেল এবং স্কুল ব্যাগ তুলে দেয়া হয়।
সরকারের এল জি এসপি প্রকল্প-২ এর আওতায় শালবাহান ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব সামগ্রী প্রদান করা হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও স্কুল ব্যাগ তুলে দেন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন মন্ডল, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ