গোপালগঞ্জে অনুষ্ঠিত একাদশ জাতীয় রোভার মুটে আজ শুক্রবার সকালে শুরু হয় রোভার স্কাউটদের নানা রকম চ্যালেঞ্জিং কার্যক্রম। এ সব কর্মসূচিতে অংশগ্রহণ করে রোভার স্কাউটরা স্বাস্থ্য রক্ষা নিজ বসবাসের পরিবেশ উন্নয়ন, নদী মাতৃক বাংলাদেশে দূর্যোগময় প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার দক্ষতা অর্জন করে।
সেই সঙ্গে তারা দেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি বিজ্ঞান, ও প্রযুক্তি উৎকর্ষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হন। সর্বোপরি জীবনের লক্ষ্য নির্ধারণের সহায়ক কর্মসূচিও ছিল এইসব কর্মসূচির মধ্যে। দেশের ৮শ’৭৭টি কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত রোভার দলের প্রায় ১০ হাজার রোভার স্কাউট ছাড়াও নেপালের ২২ সদস্যের স্কাউট প্রতিনিধি দল এই রোভার মুটে অংশগ্রহণ করছে।
শুক্রবার দুপুরে একাদশ জাতীয় রোভার মুটের বঙ্গবন্ধু মেইন এরিনায় টপ এচিভার্স গ্যাদারিং অনুষ্ঠিত হয়। এতে স্কাউটিং এর ৩ শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জনকারী প্রাক্তন কাব, স্কাউট, রোভার স্কাউটরা যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর উপদেষ্টা আবদুল করিম।
জাতীয় কমিশনার রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর সহ-সভাপতি হাবিবুল আলম বীর প্রতীক, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. আহমদ কায়কাউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আফজাল হোসেন।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ তাফসীর-১২