বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়নগঞ্জ জেলা ছাত্রদল। শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার ৩০০ ফুট রাস্তায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলেল যুগ্ম সম্পাদক আবু মোঃ মাসুম, ছাত্রদল নেতা আজিম সরকার, সুলতান মাহমুদ,মোদাচ্ছের মোল্লা, আহমেদ রাজিব, ওমর ফারক,শুক্কুর মাহমুদ, রনি ভূইয়া,মাসুম বিলাহ,সুমন বেপারী, সাদিকুর রহমান, রাজিব আহমেদ,সোহেল রানা,আল আমিন, গোলাপ হোসেন,রিপন আকন্দ,আপেল মাহমুদ জুয়েল, নাদিম মাহমুদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮