নারায়ণগঞ্জে তুলার গুদাম ও রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আলী আকবর (৫০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার ধামগড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার রামনগর এলাকার মৃত আবদুল গফুর মিয়ার ছেলে। দগ্ধ আলী আকবর বন্দরের সোনাচড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বন্দর উপজেলার ধামগড়ে ইলিয়াস মিয়ার মালিকানাধীন একটি তুলার গুদাম ও ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তুলার গুদামে থাকা নৈশপ্রহরী নুরুল ইসলাম ও আলী আকবর দগ্ধ হয়।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই নুরুল ইসলাম মারা যান। আলী আকবরকে খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ