চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাশডাঙ্গায় শনিবার ভোরে র্যাব-৬ অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, সার্কিট ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার রকিবুল ইসলাম ওরফে রকিব(২৪) ও রাজবাড়ী জেলার আব্দুল্লাহ আল মামুন ওরফে আপন ওরফে যিয়াদ(২০)।
আজ দুপুরে ঝিনাইদহ র্যাব কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গ্রেফতারকৃত দু’জনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির সদস্য বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়।
র্যাব-৬ এর উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাশডাঙ্গায় জঙ্গি গ্রুপের সদস্যরা নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য বৈঠক করছে। শনিবার ভোরে র্যাব-৬ তাদেরকে ধরতে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির দুই সদস্যকে জিহাদী বই, সার্কিট ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। বাকি সদস্যরা পালিয়ে যায়। তিনি আরো জানান, তারা আবু খালেক নামের এক জঙ্গির তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করছে। ঝিনাইদহ ও তার আশপাশের জেলা এবং ঢাকা ও খুলনায় নাশকতা ঘটানোর পরিকল্পান নিচ্ছিল তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিবাদে যোগদান ও নানা কর্মকান্ডের তথ্য দিয়েছে এ দু'জন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ