ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া ইটভাটার কাছে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর আহত হয়েছে। এসময় প্রাইভেটকার চালক ফরিদুল ইসলাম ফরিদ (৩০) ঘটনাস্থলে মারা যায়। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া।
গাড়ীতে থাকা পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুভ্রজিৎ হালদার বাবু, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু ও সহ-সম্পাদক মাসুম বিল্লাহকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় শুভ্রজিৎ হালদার বাবুকে ৩ টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গাড়ি চালক মো. ফরিদুল ইসলাম ফরিদের বাড়ি সদর উপজেলার ভাইজোড়া গ্রামে।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া জানান, পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি সুভ্রজিৎ সাহা বাবু, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু ও সহ-সম্পাদক মাসুম বিল্লাহ একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিলেন। পথে মাজড়া ইটভাটার কাছে এলে প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগলু আইসক্রিমের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালক ফরিদ নিহত হন। এসময় গুরুতর আহত হন ছাত্রলীগ নেতারা। এ সময় কাভার্ড ভ্যানের চালক রওশন আলীকে আহতাবস্থায় আটক করা হলেও হেলপার পালিয়ে যায় বলে জানান ওসি (তদন্ত) জাকারিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার