বরিশাল-১ সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "ক্ষমতা বিকেন্দ্রেীকরন ও তৃনমূল জনগোষ্ঠীর কাছে সরকারের উন্নয়নের সুফল পৌছে দিতেই স্থানীয় সরকার ব্যবস্থাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।" আজ শনিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে পটুয়াখালী জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খান মোশারফ হোসেনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরো বলেন, "আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়েছে। বিএনপি সহিংসতার রাজনীতি করলেও আওয়ামীলীগ সহিংসতার রাজনীতি করেনা।" দক্ষিনাঞ্চলসহ সারা দেশে যে উন্নয়নের ধারা চলমান রয়েছে তা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালি করতে নেতাকর্মীর প্রতি আহবান জানান আওয়ামীলীগ নেতা হাসানাত।
পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা শেখ হামিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহা সচিব ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড্য. মো. শাহজাহান মিয়া, সংরক্ষিত আসনের এমপি মিসেস লুৎফন্নেছা, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খান মোশারফ হোসেন, পৌর মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. তারিকুজ্জামান মনি, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান প্রমূখ। এসময় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার গণ।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫