লক্ষ্মীপুরে রায়পুর-রামগঞ্জ সড়কের এখন বেহাল দশা। সাত কিলোমিটারের এ সড়কটি বর্তমানে অনেকটাই চলাচল অনুপোযোগী। জনগুরুত্বপূর্ণ এ বেহাল সড়কে প্রতিদিন ঝুকি নিয়ে চলাচল করছে কয়েক হাজার মানুষ। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী ও যাত্রীরা।
জানা যায়, লক্ষ্মীপুরে রায়পুর সরকারি কলেজ রোড সংযোগ সড়ক থেকে রামগঞ্জের পানপাড়া পর্য়ন্ত সাত কিলোমিটার দীর্ঘ রায়পুর-রামগঞ্জ সড়ক। দুই উপজেলার যোগাযোগের প্রধান সড়কের পাশাপাশি রামগঞ্জবাসীদের জন্য চাঁদপুর ফরিদগঞ্জে যোগাযোগের সহজ পথ এ রাস্তাটি। জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বিভিন্ন স্থান এখন খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও পিচ-ঢালাই উঠে গেছে। দীর্ঘ কয়েক বছর ধরে এমন পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলছে হেলেদুলে।
এব্যাপারে জানতে চাইলে এল জি এই ডি'র নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, রায়পুর-রামগঞ্জ সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার