লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামে স্ত্রী নাছিমা বেগমকে (২৬) তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার বিকেলে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে স্বামী আব্দুর রহিম হত্যা করে বলে জানা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপির উত্তর বালাপাড়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে আব্দুর রহিম পাঁচ বছর আগে গার্মেন্টসে চাকরি করার সুবাদে গাজীপুর জেলার এক হিন্দু সম্প্রদায়ের মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ের করেন। পরে ওই মেয়েকে ধর্মান্তরিত করে বাড়িতে নিয়ে আসেন তিনি। তখন থেকে তার নাম হয় নাছিমা বেগম। ধর্মান্তরিত হওয়ার পর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই নারী। কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই ওই গৃহবধূর উপর নানা নির্যাতন শুরু করে রহিম। নির্যাতনের এক পর্যায়ে শনিবার বিকেলে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে রহিম।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম