বরিশালের বাকেরগঞ্জে বিএনপির দুই পক্ষের মুখোমুখী অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করা হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের পৌর শহরের সাহেবগঞ্জ রোডের বাসভবন চত্ত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপি বরিশাল দক্ষিণ জেলা সাংগঠনিক কমিটির আওতাভুক্ত হলেও দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ সম্মেলনে যায়নি। এছাড়াও সম্মেলনে যাননি প্রধান বক্তা বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ সম্মেলন প্রতিহতের ঘোষণা দিলেও ১৪৪ ধারা জারির কারণে তাদের কোন তৎপরতা ছিলনা। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান এবং প্রশাসন ১৪৪ ধারা জারি করায় পৌর শহরের সর্বত্র পুলিশের নিরাপত্তা জোরদার ছিল।
প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তৃতায় বলেন, যারা সম্মেলনের বিরোধীতা করছেন তারা মূলত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দুঃসময়ে দলের পাশে না থেকে দলের পদ দখলের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা দলের নেতাকর্মীদের উৎসাহিত না করে পেছন থেকে লাগাম টেনে ধরার চেষ্টা করছে। এদের চিহিৃত করে রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আরো বলেন, বিরোধীতাকারীদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য কেন্দ্রিয় এবং উপজেলা নেতৃবৃন্দও অনুরোধ করেছিলেন। কমিটি গঠনে পদ বন্টনেও ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্ত বিরোধীতাকারীরা সেই অনুরোধে সাড়া দেয়নি।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু এবং কেন্দ্রীয় নেতা এবিএম মোশাারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির ১নম্বর সদস্য খলিলুর রহমান বলেন, পুলিশের সঙ্গে আতাত করে সম্মেলনের মাধ্যমে পকেট কমিটি গঠনের পায়তারা চলছে। তারাও পাল্টা কমিটি করে জেলা বিএনপির কাছে দেবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার