নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শেণির ছাত্রী সোনিয়া আক্তারের ওপর হামলাকারী বখাটেদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয়ের ছাত্রীরা এ কর্মসূচি পালন করে। প্রথমে ছাত্রীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হয়। সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন করে।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা। মানববন্ধনে বখাটেদের হাতে নির্যাতনের শিকার সোনিয়ার পরিবার ও স্বজনরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বখাটে সোহেল খান ও শুভকে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, সোনিয়ার চাচা মজিবুর রহমান, সোনিয়ার সহপাঠী রামিশা ফারিহা চৌধুরী তনু, ফাহিমা আক্তার তন্নি, সানজিদা আক্তার। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে নির্যাতনকারী বখাটেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি নলছিটি উপজেলা শহরের মল্লিকপুর এলাকার বাসায় ঢুকে দশম শেণির ছাত্রী সোনিয়া আক্তারের ওপর বখাটে সোহেল, শুভ ও আরো তিন-চারজন যুবক হামলা চালিয়ে আহত করে। মুমূর্ষ অবস্থায় সোনিয়াকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সোনিয়া। এ ঘটনায় নলছিটি থানায় একটি মামলা দায়ের হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার