পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে আজ দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দুই লাখ ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। জব্দকৃত জালের মধ্যে দুই লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার চরগড়া, দুইটি বাধা জাল রয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৭৫ হাজার টাকা।
কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাটকা নিধন বন্ধে ১০ জানুয়ারি থেকে শুরু এ অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার