কুড়িগ্রামের উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় ১২ শিক্ষার্থী গুরুতর অসুস্থ্য হয়ে উলিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক শিক্ষার্থীকে আশংকাজনক আবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, ঐ বিদ্যালয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এক পর্যায়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় ময়দার পরিবর্তে চুন সরবরাহ করা হয়। এসময় পিছনে হাত বাধা অবস্থায় প্রতিযোগি শিক্ষার্থীরা চুন দিয়ে ডেকে রাখা বিস্কুট ফু-দিয়ে মুখে নিলে তাদের মুখ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে অসুস্থ্য ১১ জনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মনি নামের এক শিক্ষার্থীর চোখ ও মুখ চুন দ্বারা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত অপর শিক্ষার্থীরা হলেন, রিফাত নানজিবা, তৌফিকা হক, নিশাত তাজরীন, বর্ষা, বণর্, মৌমিতা, রুকাইয়া জাহান,অনামিকা ও মনিরা জান্নাত মিম। এদের মধ্যে দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
এবিষয়ে প্রধান শিক্ষক রীতা সরকার বলেন, অসাবধানতা কারণে এমনটি ঘটেছে, অসুস্থ্য শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার