অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী-গুণী ও ভালো লোক। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন, তারা 'ভ্রান্ত ও রাবিশ'।নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তা অত্যন্ত সঠিক ও খুবই ভালো। আজ হবিগঞ্জের নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তব্যে শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে বক্তব্যকালে মুহিত বলেন, আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না। পাকিস্তান আমলে দারিদ্র্যের হার ছিল ৭০ ভাগ, এখন আছে ২২ ভাগ । আগামীতে এ সংখ্যা হবে ৬ থেকে ৭ ভাগ। তিনি বলেন, উনিবিংশ শতাব্দী থেকে একটা শিক্ষা নীতি গঠিত হয়। সেই শিক্ষা নীতিই আমাদের দেশে আজ পর্যন্ত চলছে। কিছু কিছু বিবর্তন পরিবর্তন হয়েছে। স্কুলে মেয়েদের মতো ছেলেদেরও বিনা বেতনে শিক্ষার আওতায় নিয়ে আসার ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার